মৃত্যুর আগে সালভাদর আলেন্দের শেষ বিবৃতি, চমস্কির কণ্ঠে

চিলির প্রথম কমিউনিস্ট প্রেসিডেন্ট, কাস্ত্রোর বিশেষ বন্ধু কমরেড সালভাদর আলেন্দে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পন না করে ১৯৭৩ সালের ১১ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। কমরেড সালভাদর আলেন্দে 'সরকার' গঠন করে চিলিকে ধীরে ধীরে এক 'সমাজতান্ত্রিক' রূপ দিতে (the chilean path to socialism) উন্নয়নমূলক বিভিন্ন সংস্কার আন্দোলন চালু করেছিলেন। প্রথমেই মার্কিন বহুজাতিক সংস্থার তামার খনি ও অন্যান্য সমস্ত বড় কারখানাগুলিকে রাষ্ট্রায়ত্ত করা হয়। ভূমি সংস্কারের মাধ্যমে দেশে দারিদ্রতা দূর করতে গরিব কৃষকদের মধ্যে সরকারি জমি বিতরণ করা হয়। কারখানায় শ্রমিকদের সম্মানজনক মজুরি বৃদ্ধি, বিধবা ভাতা চালু থেকে কাজে মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়। শিক্ষা ও জনস্বাস্থ্যখাতে ব্যাপক খরচের পাশাপাশি স্কুল কলেজের সংখ্যা বাড়ানো হয়। ছাত্রছাত্রীদের দুপুরের খাওয়া, দুধের ব্যবস্থা করা, টিউশন ফ্রি করে মাত্র তিন বছরের মধ্যে ভর্তির হার বেড়ে হয় ৮৯ শতাংশ। চিলির তামার খনি ও অন্যান্য বড় বড় কারখানা জাতীয়করণের ফলে আমেরিকান সাম্রাজ্যবাদ ও দেশীয় প্রতিক্রিয়াশীলরা আলেন্দের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সিআইএকে গোপন নির্দেশ দেন, ‘make the economy scream' চিলি’র অর্থনীতিতে হাহাকার আনো! মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং কয়েক মিলিয়ন ডলার খরচ করে নানা কুকৌশলে সামরিক অভুত্থানের মাধ্যমে সরকার ফেলে দিতে সচেষ্ট হয়। ১৯৭৩, ১১ সেপ্টেম্বর সকালে প্রেসিডেন্ট আলেন্দের সরকারি কার্যালয় লা মনেদা প্রাসাদ ঘিরে ফেলে সামরিক অভ্যূত্থানকারীরা। তবু আত্মসমর্পণ করেননি আলেন্দে। বন্দি অবস্থায় রেডিওতে চিলির শ্রমিকদের উদ্দেশ্যে তিনি তার শেষ বিবৃতিটি দেন, যার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। 

নোয়াম চমস্কির গলায় শুনুন দেশের মেহনতি জনগণের উদ্দেশ্যে মৃত্যুমুখে দাঁড়িয়ে শহীদ কমরেড সালভাদর আলেন্দের শেষ বিবৃতি।


লেখা: শৌভিক মুখার্জী
ভিডিও: Mehanati.In





Post a Comment

0 Comments