কেমন আছে কাশ্মীর? আয়োজনে সেন্টার ফর স্টাডিজ ইন সায়েন্স অ্যান্ড সোসাইটি

মেহনতি.ইন ওয়েব ডেস্ক: সেন্টার ফর স্টাডিজ ইন সায়েন্স অ্যান্ড সোসাইটি (সেস্টাস) এর পক্ষ থেকে গতকাল ২১শে মে, শনিবার, সূর্য্য সেন স্ট্রিটের কেপি ঘোষ মেমরিয়াল হলে অনুষ্ঠিত হল কাশ্মীর নিয়ে এক বিশেষ আলোচনা সভা “কাশ্মীর এখন কেমন আছে?”। এদিনের সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী, ‘কাশ্মীর মুক্তিসংগ্রাম ও রাষ্ট্রীয় সন্ত্রাস একটি সমকালীন ইতিহাস’ গ্রন্থের লেখক সিদ্ধার্থ গুহরায়, অনীক পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য শুভাশিস মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সাংবাদিক শুভজিত বাগচী। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেস্টাসের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক অশোক মুখোপাধ্যায়। আলোচকদের কাশ্মীর প্রসঙ্গে আলোচনা শেষে, একটি প্রশ্নোত্তর পর্ব চলে। অনুষ্ঠানটি সমাপ্ত হয় সম্পাদকের ভাষণ দিয়ে। সাংবাদিক শুভজিত বাগচী তাঁর আলোচনায় কাশ্মীরি সাংবাদিকদের অবস্থা, মিলিটারি, সিভিল সোসাইটির ভূমিকা, কাশ্মীরের আদালত, কাশ্মীরি পন্ডিতদের ইস্যু তুলে ধরেন। তিনি বলেন, কাশ্মীরি ফাইলস ২০২৪ সালে মোদি সরকারের রামমন্দির। কাশ্মীরে এইমুহূর্তে প্রেসক্লাব বন্ধ। বহু সাংবাদিক ইএপিএ, পিএসএ আইনে জেলবন্দী। কাশ্মীরের আদালতে ১৩জন জাজের মধ্যে মাত্র দুজন মুসলিম। শুধুমাত্র লালচকেই অন্তত ৬-৭টি সেনা ছাউনি রয়েছে যেখানে মোতায়েন রয়েছে প্রায় ৫০,০০০ সেনা।





Post a Comment

0 Comments